Notre Dame Science Club
Mr. Vincent Titas Rozario

১৯৫৫ খ্রিস্টাব্দের ১৮ সেপ্টেম্বর এক শুভলগ্নে প্রথিতযশা জীববিজ্ঞানী ফাদার আর.ডব্লিউ.টিম, সিএসসি (পি.এইচ.ডি) ‘মানুষের সেবায় বিজ্ঞান’-এ লক্ষকে সামনে রেখে প্রতিষ্ঠা করেছিলেন নটর ডেম কলেজের অপ্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষার পীঠস্থান, বাংলাদেশের বিজ্ঞান ক্লাব আন্দোলনের অগ্রদূত, দেশের প্রথম বিজ্ঞান ক্লাব: ‘নটর ডেম বিজ্ঞান ক্লাব’। স্বনির্ভরতা অর্জনের জন্য আমাদের মত উন্নয়নশীল দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে, দেশের প্রযুক্তির উদ্ভাবন ঘটিয়ে, সমাজের বৃহত্তর অংমশ বিজ্ঞান মানসিকতার উন্মেষ সাধন করে, ভবিষ্যত বিজ্ঞানী তৈরির কাজে তরুণদের মধ্যে উৎসাহ ও অনুপ্যেরণা সঞ্চার করে, জনসাধারণের মধ্যে বিজ্ঞান সাক্ষরতা সৃষ্ঠি করে, গোটা সমাজে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করে, বিজ্ঞানের সুফলকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার শপথ নিয়ে স্থাপিত হয় ‘নটর ডেম বিজ্ঞান ক্লাব।’

Events