Nature Study Club
Mr. Biplob Kumer Deb

১৯৮৪ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট প্রতিষ্ঠিত হয় নটর ডেম ন্যাচর স্টাডি ক্লাব। এর প্রতিষ্ঠাতা-পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এ কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মি. মিজানুর রহমান ভূঁইয়া। বর্তমানে পরিচালকের দায়িত্ব পালন করছেন কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষক মি. বিপ্লব কুমার দেব। এ ক্লাব প্রতিষ্ঠার ব্যাপারে যাঁর অবদান সর্বাধিক তিনি হচ্ছে কলেজের তৎকালীন অধ্যক্ষ ফাাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি এবং কলেজের প্রাক্তন অধ্যক্ষদ্বয় ফাদার রিচার্ড উইলিয়াম টিম, সিএসসি, পিএইচডি ও ফাদার যে. এস. পিশোতো, সিএসসি। প্রতি বছর নতুন কার্যকরী পরিষদ গঠনের মাধ্যমে ক্লাবের সকল কার্যক্রম নিয়ন্ত্রিত এবং বছরান্তে পূর্ণ কার্যবিবরনী প্রকাশিত হয়ে থাকে।

Events

Club News Not Available