Eco and Space Club
Md. Nazmul Hassan

মানব জীবন ও সভ্যতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিবেশ। কারণ পরিবেশের আশ্রয়ে মনুষ্যজগৎ, প্রাণী জগৎ ও উদ্ভিদজগতের প্রকাশ ঘটে। পৃথিবী তথা পরিবেশ রক্ষার পাশাপাশি এই পৃথিবীতে সুস্থ দেহে সুন্দরভাবে জীবন যাপনের জন্য প্রয়োজন পৃথিবী, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়খ জ্ঞান ও সচেতনতার। আর এই লক্ষ্যকে সামনে রেখে 'Know your World' শীর্ষক স্লোগান নিয়ে নটর ডেম এনভায়রনমেন্টাল প্রমোশন ক্লাবের যাত্রা শুরু। বর্তমানে এই ক্লাবটির নামকরণ করা হয়েছে নটর ডেম ইকো এন্ড স্পেস্ ক্লাব।

Events

Club News Not Available