Photography Club
Md. Moin Uddin Ahasan Habib

ফটোগ্রাফি একটি শিল্প। এই শিল্প চর্চার মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু বা সময়কে ফ্রেমে স্থির চিত্রে আবদ্ধ করে রাখা যায়। ফটোগ্রাফি একটি নান্দনিক ভাষা, যার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংস্কৃতি, সাহিত্য, শিল্প, দর্শন, কৃষ্টি ইত্যাদি আদান প্রদানকরা যায়; এমনকি ব্যক্তির ব্যক্তিত্ব, চিন্তা-ধারার উন্নতি সাধন করা যায়। বর্তমান সময়ে বিভিন্ন একাডেমিক বিষয়ও ফটোগ্রাফির যথেষ্ঠ গুরুত্ব রয়েছে। উপরর্যুক্ত বিষয় ও দিকগুলোর প্রতি লক্ষ্য রেখে 'Frame your Dreams' এই শ্লোগান নিয়ে গত ০৯ আগস্ট, ২০১৭ ‘নটর ডেম ফটোগ্রাফি ক্লাব’ এর আত্মপ্রকাশ ঘটে।

Events

Club News Not Available